--------------------------------- poem- 01 ------------------------------------------
বিবেক কি জাগ্রত হবে না?
আশরাফুল আলম আশরাফ
কোথায় জাতি? কোথায় সমাজ?
বিবেক কি জাগ্রত হবে না আজ?
আর কত?
আর কত??
ধ্বংস কত চাই আর?
আর কত মৃত্যু চাই?
লাশের গন্ধে বাতাস ভারী আজ
ধর্মের নাসা পায় নি কি ঝাঁঝ?
জাত পাতের বিচার কোথায়?
ধর্ম কেন নিশ্চুপ আজ?
আর কত?
আর কত??
আর কত ধ্বংস হবে মানবতার?
মৃত্য মানবতার-
কিইবা ধর্ম, কিইবা সমাজ!!
--------------------------------- poem- 02 ------------------------------------------
বিষ্মিত
আশরাফুল আলম আশরাফ
নদীতে লাশের ভেলা
রক্তে পানি ঘোলা।
কত নারী !
কত পুরুষ !
কত শিশু !
কত আবাল, বৃদ্ধ, বনিতা !!
বিষ্মিত মনুষত্ব !
কি করে জানাই এর ঘৃণা?
পথে প্রান্তরে যত দুর চোখ যায়
দেখি, মেতে আছে সবাই বর্বরতার নেশায়।
কত মৃত্যু !
কত নির্যাতন !
কত ধর্ষণ !
কত জ্বালাও, পোড়াও, প্রহার !!
বিষ্মিত মানবিকতা !
হবে কি এই বর্বরতার বিচার?
হেঁটে হেঁটে চলে এসেছে বহুদুর
ফেলে এসেছে যেন এক কঠিন মৃত্যুপুর।
কত ক্ষুদা !
কত তৃষ্ণা !
কত ক্লান্তি !
কত অনাদর, অবজ্ঞা, অবহেলা !!
বিষ্মিত আশরাফী মন !
কোথায় সবাই? এখন যে বিচার চাহিবার বেলা।
--------------------------------- poem- 03 ------------------------------------------
আশরাফী মন
আশরাফুল আলম আশরাফ
আমি-
সেই গ্রামের কেউ ছিলাম
যেখানে অনবরত উঠে চাঁদ,
সূর্য উঠে নির্বিবাদ,
নিঃশব্দের চির অন্ধমোহে
তারার হৃদয় খসে পড়ে ।
মাঝে মাঝে-
ভাবনাতে ভেসে উঠে
রাস্তার ধারে প্রাচীন বটগাছ,
সাথীদের আড্ডা,
স্বপ্নের পাঠশালা,
শান্ত মনোরম বিল, আর
সুনীল আকাশ।
আজ আমি-
পড়ে আছি
হোটেলে,
রেস্তরায়,
আমার মন সেই
অতিদুর অনিশ্চিত
গ্রামে যেতে চায়।
হায়রে পোড়া কপাল!
কেউ কাউকে চেনে না
প্রতিবেশী যারা সবাই নিশ্চল
মধুর সম্পর্কতে যেন
মধুতে ভেজাল।
শহরের মত
গ্রামেরও-
বিদ্যুৎ সঞ্চারে ইজ্জত বেড়েছে
লাঞ্চনার মনে প্রশ্ন জাগে-
খড়ের চালার নীচে গরীব কেমন আছে?
আশরাফী মন প্রশ্ন করে-
অশ্রুত কান্নায় উত্তর ঘুমিয়ে পড়ে।
--------------------------------- poem- 04 ------------------------------------------
ওরা কারা?
আশরাফুল আলম আশরাফ
ওরা কারা?
এসেছে যারা ঠাঁই হারা
বসে আছে যেন পথা হারা
এক মুঠো অন্নের লাগি
একটু খানি মাথা গোঁজার লাগি।
ওরা কারা?
ফেলে এসেছে প্রাণের ভূমি
দেখেছে মরতে চোখের সামনে পুত্র, বাবা
কিংবা স্বামী।
মেয়ের নির্যাতন দেখেছে যে বাবা
বাবার নৃসংশ মৃত্যু সহ্য করেছে যেবা।
ওরা কারা?
কোলের শিশুকে এসেছে নিয়ে
বৃদ্ধ বাবা মা আত্মীয় স্বজন
অর্থ বিত্ত সহায় সম্পদ ফেলে দিয়ে
পেরিয়েছে কাঁটাতার
প্রাণ থাকিবে কি যাবে-
পায় নি কো সময় ভাবিবার।
ওরা কারা?
নাফ নদীতে ভেসে উঠিল যাদের লাশ
নো ম্যানসে পুঁতে রাখা মাইনে মৃত্যুর সঙ্গে যাদের বাস
ওই নগ্ন শবদেহ যাদের, কুকুর শেয়ালের খাবার
কার এই গণহত্যার শিকার ?
ওরা কারা?
নি®পাপ জীবন্ত
কিশোর,
বদ্ধ,
যুবাকে পুড়িয়ে যে মারে
গ্রামের পর গ্রাম জ্বালিযে দেয় যে
গুঁড়িয়ে দেয় মন্দির কিংবা মসজিদ।
ওরা কারা?
উম্মাদের মত শরীরের মাংস খসিয়ে নেয়
সবকিছু পুড়িয়ে গুঁড়িয়ে
ছারখার করে দেয়
নেশাগ্রস্থের মত নারী ভক্ষণ করে
মানুষ জবাই করে কসাইয়ের ন্যায়।
ওরা কারা?
অত্যাচারীকে সাহায্য করে
অস্ত্রের যোগান দেয়
খেলে অস্ত্র অস্ত্র খেলা
স্বার্থের কাছে পরাজিত হয়ে
বিবেককে জবাই দেয়।
ওরা কারা?
নিঃস্বার্থের হাত বাড়িয়ে দেয়
সহায়তায়,
মায়া-মমতায়
কাছে টেনে নেয়
মাথা গোঁজার ঠাঁই দেয়
দেয়, ঢাকার লাগি বস্ত্র খানি।
কাকে মানুষ বলি-
আর অমানুষই বা বলি কাকে
অবাক পৃথিবী তাকিয়ে দেখে।
No comments:
Post a Comment